রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - মলয় রায়চৌধুরী

দশক নির্দেশিকা
মলয় রায়চৌধুরী



যখন প্রথমসারির পৌরজোকাররা তাদের স্নেহধন্য হরিণচরণ ডটপেন নাচিয়ে শবাধিকার মারফত অ্যালবার্ট হল কফিহাউসকে মধ্য কলকাতা থেকে উত্তর বা দক্ষিণ কিংবা পুব-পশ্চিম কলকাতা কোথাও তুলে নিয়ে যায় একজোড়া বৃষ্টিসুখী জিরাফ গলায় গলা জড়িয়ে বাবলাকাঁটার মগডালে প্রার্থনাসঙ্গীত খোঁজে আর তখন বইমোসায়েবরা নিশ্চিন্ত হয় যে যাক বাবা একটা দশক ফুরুলো । চিয়ার্স ।

সৃষ্টিসুখের সিমফনি কিন্তু কাতরানি জাগায় না । সব দোষ সি-সেকশান দ্বিচারিতার ।

যে প্রেমিক শুক্রাণুরা ডিম্বাণুলোভী দৌড়ে হেরে গিয়েছিল তাদের মোরগভাষার মাধুর্যে গাওয়া এলিজি দিয়ে পরের দশকের ফুলশয্যা । কেননা ভগ্ননীড়ের কাঠিকুটো সবই রবিদাদুর ফসিলকোষে আর দি ওল্ড ম্যান তো সুপ্তের বুকে খুদ গব্বর ।