রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - জয়দীপ মৈত্র

উল্কা
জয়দীপ মৈত্র



বিষণ্ন কুয়োর মতো তোমার মুখ ফেরানো
আকাশের শেকড় ছিঁড়ে
ডানাহীন গড়াতে থাকি
পুড়ে পুড়ে অবশেষে নিভতে হয় তাই নিভে যাওয়া
#
উল্কার কান্না তবু জোনাকী হয়ে ভেসে বেড়ায়