রবিবার, ২১ জুলাই, ২০১৩

কবিতা - রত্নদীপা দে ঘোষ

ফ্রুটবাস্কেট
রত্নদীপা দে ঘোষ


কমলালেবু আর শসার জোরদার বক্তৃতা চলছে চৌরাস্তার মোড়ে ......

ফলবিক্রেতার গন্ধ , ঘাম , ভিড় ... ফলেরাই ট্রামলাইন যত্রতত্র , ভিটামিনের প্রাচুর্য আমাকে পৌঁছে দ্যায় পোঁটলা পুঁটলি সমেত ডিপোর আবছা মুখে একটা গোটা বেদানার মধ্যে ঢুকে পড়ি , রক্তনালিকা চাকার মতো জোরালো , ফর্সা তারাদের বীচি .. আল্গাভাবে সেঁটে থাকে রমণীমুখ , যৌন ঘণ্টাধ্বনি ... খণ্ড খণ্ড অংশগুলো লাল মেঘ ,জিপসিসূর্যের সোনা ... রুমালে মুছে নিচ্ছি অন্ধকার নেভানো টর্চ , ট্রাফিকী মুদ্রা ...

চাঁদনি চকের ফলরুট ধরে গানবাজনার হলুদ লসিকা কোথায় যে হারালো

বেদানা কিছুতেই বললো না ...

1 comments:

অলক বিশ্বাস বলেছেন...

সম্পাদকদ্বয়কে আমার শুভেচ্ছা। পরিণত ভাবনার জন্য। আশা রাখি আগামী সংখ্যায়ও ভালো লেখা পাবো। কবিতাগুলি এখকথায় সুন্দর।