মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - অনিরুদ্ধ আনজির

মরার ভিতর মগ্ন থাকে মন
অনিরুদ্ধ আনজির



পাতার ভিতর ডুবে গেলো ভোর
পাতার মাঝে লেপ্টে আছে ভোর।
দুপুর হলে রৌদ্র বলে; ভাই
দুপুর হলেই আমি চলে যাই।
রোদের শরীর দুপুর কালে ভরা
ভোরের শরীর রোদের কাছেই ধরা।
আমার মনে ডুবে আছে জরা?
আমার দেহে ঘাপটি মেরে মরা!
মরার ভিতর মগ্ন থাকে মন;
পাতার গায়ের ধূলিকণা
পাতার সবুজ রং।