মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - সৌমেন্দ্র দাস

আজন্ম শোক
সৌমেন্দ্র দাস

এইটুকু না আরেকটু হোক।
দু’হাত ভরা আজন্ম শোক,
ঢালবো কোথায়?
কোন দীঘিতে?
কোন মেঘেদের গল্প শেষে
ভাঙবে দেওয়াল
তার কথা হোক।
না যদি হয় গোপন পালক
রাখবো কোথায়?
কোন চিঠিতে?
সেই চিঠিতেই মূর্খ আমি,
ভাসিয়ে যাব অনন্তকাল,
ডুবতে এবং বাঁচতে শেখার
সব ইতিহাস সন্ধ্যা সকাল।
ফিরতে পারো ইচ্ছা হলে
যখন তখন খেয়াল খুশি,
দেখতে পাবে নষ্ট আমি
ডুবছি কেমন, কেমন ভাসি।