মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - ইন্দ্রনীল চক্রবর্তী

মিসকল
ইন্দ্রনীল চক্রবর্তী



তুমি চুপচাপ বসে থাক
নড়ো না এতটুকু।
ঘাড়ে পিদিম, ঝুঁকে পড়
ওই একবার।
আকাশ জোড়া ফ্যাতারু দেঁতো
হাসি হেসে উড়ে যায়, বেনোজলে ভাসে
চমস্কির উদ্যান।
ঘর থেকে ঘরে আলোকবর্ষ
দূরত্বে, বালিশে মুখ গুঁজে, শুধু চেয়ে থাকে
বারোটি মিসকল।