প্রথম ভালোবাসানূর হোসেন ভালোবাসা কোথায় হেরে গেল
দুধের বাটিতে নাকি বিত়ৃষ্ণ চুম্বনে,
রাতের আধারে নাকি সততার
বহি: আবরণে, 
প্রথম প্রেম কী সত্যই বিরল
যাতে থাকে শুধু হারাবার ভয়
কথার মাঝে অগাধ সংশয়
আর ভুলে ভরা সব অনুভুতি ৷ 
কথার বুলিতে মনে লাগে দোলা
ভালোবাসার মোহময় অনুভব
করে আশেক মাশুকে আত্নভোলা ৷ 
 
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন