মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৩
  কবিতা
 
বিহ্বলতা অমিতাভ বিশ্বাস 
  
রাত ঠোঁটে করে ছুটে চলে 
অন্বেষী পেঁচা ...  
  
মরা চাঁদ ঝোলে ষন্ন আকাশে 
চোখের পাতায় ঘুম নেমে আসে 
  
তবুও নিদ্রাহীন আলাদিন ... 
আশ্চর্য ।  রাতের ভিতর মাদলের বীন 
  
মৌন অন্ধকারের 
অরব শব্দ কুড়িয়ে 
ঘরোয়া সুখ-দুঃখকে 
বাতাসে ছড়িয়ে বেঁচে থাকি ... । 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন