মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩

কবিতা - সৌরভ বিশ্বাস

আলো সৌরভ বিশ্বাস


সকালের সমর্পণ পলকা হয়ে আসে মাঝরাতে
ভাড়াটে খুনির নখে ঝলসে ওঠে কর্তব্য।
শব্দচোর সেই যুবতীর পাশে বসা হয়না আর--
ভারী এক স্পঞ্জের ভিতর তলিয়ে যেতে থাকি, ক্রমশ।

লেশমাত্র উদ্বেগহীন আমি,
মেখে নিই প্রিয়তম শব্দের ঘ্রাণ।
রাস্তা ছুঁয়ে থাকা ধানক্ষেতে
ঢুকে যায় বেয়াড়া সাইকেল।
রাতের বাগান থেকে টুপ করে
খসে পড়ে একটি সাময়িক অক্ষর।