মঙ্গলবার, নভেম্বর ১৯, ২০১৩
  কবিতা
 
ইন্দ্রপ্রস্থের কাছাকাছি দেবাশিস তেওয়ারী 
  
অলকানন্দের সেতু পার করে আজ 
দাঁড়িয়েছি বিষাদ প্রান্তরে 
এ সময়ে আকাশে কে ওড়ে ? 
অ তো ঘূর্ণি, ওর কালো সুতো 
রাতের অন্ধকারে ব্ল্যাক লাইটের মতো 
চাপ ধরে আছে 
আমি নীচে সুতো ধরে আছি । 
সেও যেতে চায়, 
সেও তৈরি করতে চায় আরেক ইন্দ্রের ঘর ইন্দ্রপ্রস্থের কাছাকাছি 
 
 
 
 
 
          
      
 
  
 
 
 
   
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন