শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - পল্লব ভট্টাচার্য

চল্লিশের প্রেত
পল্লব ভট্টাচার্য


চল্লিশ পেরিয়ে গেলে , ছুরি হাতে উঠে আসে কুয়াশা ও শীত
তাড়িয়ে তাড়িয়ে নেয় স্তব্ধতার মাঠে । নিঃসঙ্গ বুদ্বুদ আর
তীক্ষ্ণ ফলাটি ঘিরে , মায়াবরফের প্রেত চুইয়ে নামছে
অই আকৃতির কল থেকে , শূন্যতার চেয়ে কিছু বেশি
#
মনে পড়ে , কারা যেন পাশে ছিল একদিন
যেন কার ভেতরে পৌঁছুতে
ছ`হাজার মাইল বেগে ছুটেছে এঞ্জিন কান্না ,
উৎসাহ , ভাঙা মন , অসহ্য বেদনা
#
আজ আর কিছু নেই । শব্দহীন , দিনের গভীরে
ঠান্ডা হিম তীক্ষ্ণ ফলাটি একা ছুটে আসছে , দ্রুত