শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - কৌশিক বিশ্বাস

সমুদ্রযাপন
কৌশিক বিশ্বাস


জাগ্রত হই
কিছুটা তাড়িত
রোগে ভোগা হাসপাতালের শীতে ...
ফ্যাকাশে আসে তীব্র বিয়োগে
পীচরাস্তার নীচে অবলীলায় নেমে যাচ্ছে পা
পায়ের গভীরের সমুদ্রকথা
জাগরণ
রিনিঝিনি সমুদ্রস্নানের
চেনা বা অচেনা কোনও বাসন্তী ষ্টোরস এ
একলা নাবিকের
আজ ছুটি থেকে ভিক্ষে চেয়ে আসি বন্দরের ছুতোয়
পায়ের থেকে জল সরে সরে ঢেউ ...
নাবিকের সমুদ্রযাপন