শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - রাজেশ চন্দ্র দেবনাথ

বক
রাজেশ চন্দ্র দেবনাথ



তুমুল ব্যস্ততায় খুঁতখুঁতে
লোডশেডিং রাতে ডিপোজিট মন
উষ্ণ দ্বীপে পরিনাম ভুলে
পথ হারিয়ে যুগের ভ্রমণ ।

যা ছিল নিরিবিলি জন্মগত
শূন্য আর রৌদ্র মাখা তিলক
রঙিন যন্ত্রণায় মেঘেদের বেঞ্চে
স্বপ্ন বুনছে উলঙ্গ বক ।

সংস্করণ শেষে দশকের উল্লাস
প্রতারিত গ্রীবায় খুনসুটি প্রবাদ
রাধিকার প্রেমে পুড়ছে রুটি
প্রতি বিশেষণে অজানা খাদ ।