শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩

কবিতা - শামীম সাঈদ

কবিতার মতো মনে হয় শামীম সাঈদ



কোন কোন কবির কবিতা পড়ে কিছ কিছু বোধ ঈর্ষার মতো মনে হয়,
মনে হয় - আরে, ওরা তো কবিতা লিখছে, আর আমি কি লিখছি বাকল ছাকল;
কাব্য জনে কয়- বাপ, শিখে নে, কেমনে বাইর হয় দুধের থেকে দই;
আমিও ভাবি- আরে, চুনের সাথে একটু বাদামি রঙ মিশাইলেই তো হয় দই অবিকল!