শনিবার, মার্চ ১৬, ২০১৩
কবিতা
বৃত্তি
বিদিশা সরকার
নিহিত ছিল কি কোনো স্বপ্ন
সে দাঁড়ায় ছেনাল মুদ্রায়
আলো আঁধারির কাছে বহুগামী পথ এসে থামে
তখন নৌকার পাটাতনে
আধপোড়া সিগারেট গুঁজে দিলো
নিভে গেল ত্রিবলী আক্ষেপ
বেকসুর চাঁদ ব্রিজের ওপরে আধখানা
হত্যাদৃশ্য রক্তপাতহীন
ঈশ্বর তাদের কাছে বেনামী খদ্দের ।
********
উত্তরমুছুন****************
****ঈশ্বর তাদের কাছে বেনামী খদ্দের ।
***********************
************
‘ঈশ্বর তাদের কাছে বেনামী খদ্দের।’
উত্তরমুছুনবাহ!!
khub sundor...
উত্তরমুছুন