শনিবার, ১৬ মার্চ, ২০১৩

কবিতা - শুভদীপ মৈত্র

নিবেদিতা মুন্সি
শুভদীপ মৈত্র

নিবেদিতা মুন্সি
ভোর পাঁচটায় ধরে লেডিজ ট্রেইন,
দুপুরের খিদে মেটে নিভৃত রেস্তোরাঁয়
বিদেশী ডিওডোর‍্যান্ট বিকেলে মিলিয়ে যায়
জানে শুধু নিবেদিতা মুন্সিই জানে।

জানে শুধু নিবেদিতা জানে
শহরের ঘুঘু ফাঁদ দেখে শুধু
আর দেখে কাঁধ বাদুড়ের চোখে।
কলসেন্টারে ফোন নিতে নিতে
কতো বেলা বাড়ে ভুলেছে বেবাক
নিবেদিতা মুন্সিই শুধু
নিবেদিতা মুন্সিই শুধু।

মাতাল বিকেলগুলো এসএমএস করে
রয়েছে দাঁড়িয়ে পার্কস্ট্রিট মোড়ে,
ফুটপাথ থেকে কেনা জিনস আর টপে
বিছানায় নিয়ে যেতে প্রেমিকের ঢপে
থাকে শুধু নিবেদিতা থাকে
থাকে শুধু নিবেদিতা থাকে,
রোজ রাত্তিরে ফেরে ঘামে ভেজা ট্রেনে
রোজ রাত্তিরে কী হয় কে জানে।

ঘুম ভেঙে উঠে দাঁড়াত সে জানলায়
একদিন চলে গেল চাঁদের মহল্লায়
তাকে নিয়ে গেল ডেকে দেবদারু পাতা
দুধ সাদা মেঘ আর একা বেঁচে থাকা।

চলে যায় নিবেদিতা
চলে যাবে নিবেদিতা
চলে গেল নিবেদিতা
খবর নেয়নি কোনো লেডিজ ট্রেইন
আর গায়ে পড়া ভিড়,
প্রেমিকের এসএমএস আসে নি গো
ভুলে গেল তাকে পিঁপড়ে শহর।

নিবেদিতা মুন্সি কি ছিল?
নিবেদিতা মুন্সি কি এ শহরে ছিল?
জানে শুধু দেবদারু গাছ
জানে শুধু সন্ধ্যের মেঘ।