শুক্রবার, ১৫ মার্চ, ২০১৩

কবিতা - অঞ্জন আচার্য

স্তব্ধতা-জংশন
অঞ্জন আচার্য


তবুও স্তব্ধতা আসে তোমাদের আশে পাশে
সাদা বোরখা পরে চুয়ে চুয়ে নেমে আসে হিম,
এমনই জনান্তিকে কবিতার খাম মেলে ধরি মেঘে।

কখনো বিদায় নিয়ে, আর আসিনি ফিরে। জং-ধরা ডাকবাক্সে
আমপাতা ফেলে দৌড় দেয় কৈশোর স্মৃতি...

তবুও স্তব্ধতা আসে তোমাদের চারপাশে নীল থেকে ক্রমাগত লাল
মাঝরাতে স্বপ্নঘুম, গোপন বিবরে পরীদের ফুল ফোটা দেখি।

এমন জংশনে কখনো কোনো ট্রেন এসে থামে না বহুদিন
তবুও ক্লান্তিহীন সংকেত-কাপড় নাড়িয়ে যায়
                                                   কঙ্কাল হরিনাথ পোদ্দার।