বিশ্বাসে রেখেছি সব
মামনি দত্ত
দাড়িয়ে আছে লোকটা -গাছ বেয়ে চলা সময়
সীমা টেনেছে শিকড় বাঁধন
আলগা হয়ে এলে মুঠো
অঝরে বিলাপ প্রত্যয়,
চন্দন ফোঁটা বিদ্যুৎ এ লাগে
ঘুমপাড়ানি চোখ ও ঝলসে যায়
আমি লোকটার চন্দন কাঠ নেই
ঝুম নেশায় সংঘাত এড়ায়,
দয়াল বাবা দয়া করেনি
তাই শিল্প- ভ্রষ্ট কপালে বিঁধিয়েছে ছাপ
পাথর বেলায় সখ্যতা মেলেনি
একশো এক মরণে বিপজ্জনক অনুতাপ,
চামচ উত্তাপ গলে নামছে
বন্ধক ভাঙা অতীত
নিজেকে মুড়েছি থ' আসনে
পান্তায় লেগেছে শীত।
পলাশে শিমূলে আগুন লেগেছে
অপঘাতে টুপটাপ শান্তি
তোমাদের মৌচাকে স্বপ্ন ঝুলিয়ে
চুল্লিবহ্নি তে রেখো ক্রান্তি।
মামনি দত্ত
দাড়িয়ে আছে লোকটা -গাছ বেয়ে চলা সময়
সীমা টেনেছে শিকড় বাঁধন
আলগা হয়ে এলে মুঠো
অঝরে বিলাপ প্রত্যয়,
চন্দন ফোঁটা বিদ্যুৎ এ লাগে
ঘুমপাড়ানি চোখ ও ঝলসে যায়
আমি লোকটার চন্দন কাঠ নেই
ঝুম নেশায় সংঘাত এড়ায়,
দয়াল বাবা দয়া করেনি
তাই শিল্প- ভ্রষ্ট কপালে বিঁধিয়েছে ছাপ
পাথর বেলায় সখ্যতা মেলেনি
একশো এক মরণে বিপজ্জনক অনুতাপ,
চামচ উত্তাপ গলে নামছে
বন্ধক ভাঙা অতীত
নিজেকে মুড়েছি থ' আসনে
পান্তায় লেগেছে শীত।
পলাশে শিমূলে আগুন লেগেছে
অপঘাতে টুপটাপ শান্তি
তোমাদের মৌচাকে স্বপ্ন ঝুলিয়ে
চুল্লিবহ্নি তে রেখো ক্রান্তি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন