ওয়েটিং মধুসূদন রায়
 সারারাত ভিজেছি অনেক
 যন্ত্রনাকাতর আমি ভেঙেছি আমার
 প্রতিরোধ সমস্ত শক্তি দিয়ে
 আমার বাগানে কোনদিন
 ফুলের কুড়ি ফোটে না
 ঘরের আনাচে কানাচে চাপা নিস্তব্ধতা
 কঙ্কালের এবড়ো খেবড়ো নির্যাস
 প্রাগৌতিহাসিক ভালবাসার ছোঁয়ায়
 শুধু আমি আর আমার কবিতা
 শেষ ট্রেনের জন্য আমরা দু'জন
 
 
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন