শনিবার, ১৬ মার্চ, ২০১৩

কবিতা - সুমী সিকানদার

লাশের পর
সুমী সিকানদার


মানুষের মৃত্যু দেখতে দেখতে কবিতার জন্ম থেমে যায়..
প্রতিদিন আগুন ধরানো হয় জীবন্ত অক্সিজেনে,
জ্যান্ত মানুষগুলো কোপের ভয়ে ছুটে পালায় ,
লাফিয়ে পড়ে বাস থেকে ...তাদের শরীরে ছোঁড়া হয় ককটেল...
প্রতিদিন লাশের ওপর বাঁশ
আর বাঁশের ওপর অগনিত লাশ
মাটির দেহে মাটির সামিয়ানা...।।
ভাষারা কি স্বাধীনতা পেলো?
তারা কি প্রাণ ভরে নিঃশ্বাস নেয়?
সেই কবে থেকে বাংলা অক্ষরগুলো,কথাগুলো
বাংলায় আর্তনাদ করে করে বাঙ্গালী হতে চেয়েছে!!
মানুষ ছেড়েছে ঘর ,শিক্ষালয়, অফিস প্রাঙ্গন...প্রেমিকার হাত।
তারপর শুধু লাশের দস্তাবেজ......
এ লাশ সদ্যজাত শিশুটির গর্বিত বাবার...
এ লাশ সাহসী হকারের,বিকশাওয়ালার...
এ লাশের মুখটা থেতলে গেছে ,চেনা যায় না...
তুমি কে আমার ধর্মপ্রাণ ভাই? চলে যেতে যেতে বলে গেছো 'রাজাকারের ফাসি চাই।'