শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - হাবিবুল্লাহ রাসেল

ঘুম মাতালে
হাবিবুল্লাহ রাসেল


এভাবে ভেবেই যাব
ঘুম চোখে ঘুম ঘুম চোখ,
ঘুম রঙ, ঘুম ছবি, আবল-তাবল...
ছবিরাতো ঘুমিয়েই জেগে থাকে
কথা বলে ঘুম মাতালে

প্রণয়ের গান গেয়োনা সারথি

আমিতো মাতাল ঘুমে - ঘুম মাতালে
যা কিছু ভাবি কার কী এসে যায় ?
নষ্ট রাজ্যনীতি পায়ের তলায়
এই রাত মাতাল উৎসবে
আমিতো মুরালীর বল- বোল্ড হও কিংবা
এলবির ফাঁদে পড়ো রাজা
দেখো শরাবের তেজ

এই রাত মাতাল উৎসবে
কে কে রাজা হবে এসো
কার ঠোঁটে সুর তোলে মিথ্যাচার?
কার চোখে নাচে ধ্বংসের বাইজি?

সারারাত আমার চোখে মুখে
শরাব ঢেলে দাও কবিতা
ফুঁ দিয়ে ঘুড়ির মতন ওড়াবো সিংহাসন

সিংহ চিহ্নিত থাকে না
তবু সিংহাসন
তবু নিষ্ঠুরতা !
নিষ্ঠুর হতেই হবে?

সিংহাসন নয় - আমার মাতাল ঘুম
ঘুম রঙে আঁকে সূর্যআসন
সূর্যআসনে বসে আলোক ছড়াও রাজা...