দুটি কবিতা
বৈজয়ন্ত রাহা 
ফুরানো 
নীচু হতে হতে মাটিকে ছুঁলাম,
 আর মাটি হলাম,
 মাটি উড়ে গেলো ধুলো হয়ে, মুহূর্তের মত--
 ...তুমি বললে--''যাহ! ফুরিয়ে গেলো!!"
 ...উড়ে গেলো শুকনো কয়েকটা পাতা
 আর ,
 ফিরে এল
 'জন্মের প্রথম শুভক্ষণ'। 
উত্তর
চোখের ভিতর উত্তর লেখা থাকলে
 কখনও কখনও অনায়াস প্রশ্ন উঠে আসে...
 অবাধ্য হাওয়ারা অলৌকিক
 পায়ের কাছে এলোমেলো হামাগুড়ি দেয়...
 আর আমি,
 অবলীলায় পেরিয়ে যাই রাস্তা
 এপার থেকে ওপার,
 প্রশ্ন করতে করতেই--
 বিপ্লবের মলাটের আড়ালে
 তুমিও কি সাংবিধানিক ছিলে? 
প্যান্টালুনস এর ফুটে উড়তে থাকে সোনালি বুদবুদ...
 আর আচমকা , আকাশ কালো করে আসে। 
শনিবার, ১৫ জুন, ২০১৩
কবিতা - বৈজয়ন্ত রাহা
শনিবার, জুন ১৫, ২০১৩
  কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন