এক, দুই
নীলাঞ্জন সাহা
এক।
ফসকে যায় ট্রেন ,আশেপাশে খুঁজি
আমারই মতো কাউকে
যাদের পাই
সকলেই উল্টোদিকের যাত্রী !
দুই।
সমুদ্রে যায় নদী
নৌকোর এপার-ওপার
মৃত্যুতে যায় জীবন ,
আমি
তোমার কাছে যাই ,ফিরে আসি
যাই ...
শনিবার, ১৫ জুন, ২০১৩
কবিতা - নীলাঞ্জন সাহা
শনিবার, জুন ১৫, ২০১৩
কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন