শনিবার, ১৫ জুন, ২০১৩

কবিতা - সতীশ বিশ্বাস

ঘুড়ি

সতীশ বিশ্বাস


ঘুড়ি উড়িয়ে- ওরা সুতো ছেড়েই যায় ।
ওদের লাটাই কখনো ফাঁকা হয় না ।
কিন্তু যখন গোধূলি নামে-ওরা আর
লাটাই গোটাবার সময় পায় না ।
মনে মনে ওদেরও তা জানা কিন্তু ।
ওদের চোখ শুধু ঘুড়ির দিকে থাকে না ।
থাকে ঘুড়ির পেছনের আকাশের দিকে ।
তাই, সুতো ছাড়তে ছাড়তে ওরা থামতে পারে না ।
এভাবে-সুতোর সঙ্গে সঙ্গে একদিন বেরিয়ে যায়
ওদের প্রাণতন্তুও।