খেলা 
শরদিন্দু ব্যানার্জ্জী 
  
বিকেলবেলা রোজ গিয়ে বসি লেকের ধারে 
মাথার ভিতর চাওয়া না পাওয়ার সমাধানহীন সমীকরণ 
দু-হাত দিয়ে তাদের টেনে বের করে আনি। 
তারপর মুঠো মুঠো করে ছুঁড়ে দিই জলের দিকে 
পরিচিত পা-ওয়ালা সরীসৃপেরা ছুটে এসে 
শুরু করে সেই বিধ্বংসী ‘ডেড-রোল’। 
এও এক রকমের খেলা... 
মাঝরাতে তুমি যখন ভাঙো চীনামাটির ফুলদানি 
আমি ফেলে দিই দামি মোবাইল, ঘড়ি... 
সারাপাড়ার ঘুম ভাঙে, উঁকি মারে ব্যালকনি 
আমরা দুজনে তখন ঢুকে পড়ি তর্কের গভীরে 
এও এক রকমের খেলা... 
শিশুদের বন্ধ চোখের ভিতর যে ভয় থাকে 
সেগুলো বড়ো হতে হতে সমুদ্র হয়ে যায় 
তার ওপর পাল উড়িয়ে কেউ পার করে জীবন 
আমি একলা পাড়ে বসে অচেনা ঢেউ দেখি 
এও এক রকমের খেলা... 
শনিবার, ১৫ জুন, ২০১৩
কবিতা - শরদিন্দু ব্যানার্জ্জী
শনিবার, জুন ১৫, ২০১৩
  কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)






0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন