যে সব ঘটনা রোজ হচ্ছে কিন্তু আলোচনা করতে পারছিনা
রঙ্গীত মিত্র
বৃষ্টির দস্তানা পরে ছিলো সে;
তার গায়ে লেবেলছিলো না।
তুমি তাকে নাম দিয়ে দিলে...এইবার তোমার কাছে আমি যাব কি করে?
দক্ষ ছিলো সে
বিয়োগ জানতো না বলে যোগ-ই করতো।
তাকে তুমি নাম দিয়ে
বদলে দিলে কেন?
শনিবার, ১৫ জুন, ২০১৩
কবিতা - রঙ্গীত মিত্র
শনিবার, জুন ১৫, ২০১৩
কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন