অসমীকরণ সমীকরণে
আহমেদ মুনীর
ফিরে দেখি সেইদিন প্রতিদিন
সেই চোখে সেই রোদে
আলোকিত ঝলমলে অন্তরীক্ষ
ভুলটা শুধরে নেওয়ার রাত
সেই রাতে সেই ক্ষণে
বাঁকা জটে আটকে থাকে পণ জীবন
অসমীকরণ ।।
বুকের গভীরে জ্বালা দাহ
ভারী প্রস্তর দানব
সরে যায় ছায়া
প্রচ্ছায়া উপচ্ছায়া অধিবাস্তবে
অপসৃত শব্দমালা শব্দকোষ
পূর্ণিমার কেশর পরাগ রেণু
অস্থির আলোক রেখায় চলছি
দূর বহুদূরে অযাচিত লোকে নিরুদ্বেগে
নির্ভার স্বপ্নের অগোচরে
ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রত্যাশার বেড়াজাল ডিঙ্গিয়ে
ছুঁয়ে দেখি বুকের পাথর ভারী জল
তরল অনল সবুজ প্রান্তর
পৃথ্বীর কঠিন কাঁকর কাদামাটি
বিধ্বস্ত ব্যর্থ কুজঝটিকা
হয়তো হাঁ হয়তোবা না তবুও
উদ্বায়ী এই প্রাণ বাঁচিয়ে রাখে
আমার সকাল সন্ধ্যা দিন রাত
কাল মহাকাল অসমীকরণ সমীকরণে।।
ফিরে দেখি সেইদিন প্রতিদিন
সেই চোখে সেই রোদে
আলোকিত ঝলমলে অন্তরীক্ষ
ভুলটা শুধরে নেওয়ার রাত
সেই রাতে সেই ক্ষণে
বাঁকা জটে আটকে থাকে পণ জীবন
অসমীকরণ ।।
বুকের গভীরে জ্বালা দাহ
ভারী প্রস্তর দানব
সরে যায় ছায়া
প্রচ্ছায়া উপচ্ছায়া অধিবাস্তবে
অপসৃত শব্দমালা শব্দকোষ
পূর্ণিমার কেশর পরাগ রেণু
অস্থির আলোক রেখায় চলছি
দূর বহুদূরে অযাচিত লোকে নিরুদ্বেগে
নির্ভার স্বপ্নের অগোচরে
ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রত্যাশার বেড়াজাল ডিঙ্গিয়ে
ছুঁয়ে দেখি বুকের পাথর ভারী জল
তরল অনল সবুজ প্রান্তর
পৃথ্বীর কঠিন কাঁকর কাদামাটি
বিধ্বস্ত ব্যর্থ কুজঝটিকা
হয়তো হাঁ হয়তোবা না তবুও
উদ্বায়ী এই প্রাণ বাঁচিয়ে রাখে
আমার সকাল সন্ধ্যা দিন রাত
কাল মহাকাল অসমীকরণ সমীকরণে।।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন