রবিবার, ২১ জুলাই, ২০১৩

গুচ্ছ কবিতা – অজিত দাশ

গুচ্ছ কবিতা
অজিত দাশ



দিদিকে

খুব বৃষ্টি হলে তোমার কথা মনে পড়ে। সাপলুডুর নিরানব্বই ঘরে
উঠতে গিয়ে সে কি তুমুল কান্ড! তোমার মনে নেই? তুমি টপকে
গেছ মই আর আমাকে গিলেছে সাপ ।

একটা ছক্কাও উঠেনি জীবনে। গল্প শুধু অবহেলার –ভাপসা গন্ধ মেখে
বিকেলের শুয়ে থাকায় এলোপাথাড়ি যত মুখের চিহ্ন...

তারপরও কিছু থাকে, নাগরিক ক্লান্তি ছেড়ে- বুকের ওল্টো পিঠে
জমে থাকা অন্ধকার রক্তের মতো লাগে ।


অরন্যের দিনরাত্রি


অহেতুক কিছু দৃশ্য ছেড়ে- পাগলের মতো
কেউ বা নেশার বুদবুদে রহস্য হয়ে ঘুড়ে
কেউ বা মিছে প্রজাপতি হরিণডাঙ্গায়- আমারও ইচ্ছে
কতদিন মদিরার জল মেখে রূপালী স্নানে- তোমার
ডোরা কাটা চাঁদে পূর্ণ আস্থা ছিলো- শুনেছি জংঘার বিজয়ে
একদিন মাতৃত্ব আসে- ললিতকলা আসে পূর্ণ প্রেম হয়ে।


বিরহ দর্শন

জয়শ্রী চলে যাবে...
মিথ্যে ঠাকুরের নাম নিয়ে
সর্বনাশ করি প্রেমের

সিঁদুর কৌটোর মত
বিশেষ ‘রঙ’ জমিয়ে দেখি
দস্যুতা ছেড়ে ধূপ-চন্দন
ভালবাসেন বন্ধ্যা ঈশ্বর

আমি রক্ত জবা তুলে নেই
উঠোনের এক কোনে
তুলসী ছিড়ে হাতে নিয়ে ডাকি
জয়শ্রী দেখো?
ঠাকুরঘর পাশ কাটিয়ে
তোমার শুদ্ধ অভিমান ভালবাসি...


মায়া


আলগোছে টান দিও
বেনি পাকালে সর্বনাশ হবে
এই জন্ম পাওয়া
এক চুমুক শেষ করে
আরেকটু নেশা হলে
ফণা তুলে দাঁড়াবো ভাবি...

1 comments:

madhumangal biswas. বলেছেন...

VALO, SAMVABANAMOY LEKHA. KABIR AGAMI DIN RANGIN HOK.