রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – বিপুল চক্রবর্তী



স্মাইলি

ঝুলছে কারা আকাশ থেকে
চাঁদের মতো মুখ করে
মাটির ছোঁয়া পায় না, আহা
কী নিদারুণ দুঃখ রে

সুযোগ পেলেই, গাছের ডালে
ঘুমুতে চায় ভোর-সকালে
সুযোগ পেলেই, কূল-ভাসানো
নদীর কালো জলে
ভাঙতে থাকে ভাঙতে থাকে
ব্যথার কথা বলে ...