রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – রেহান কৌশিক



অমৃত হত্যা

হাতচিঠিদের দেহে আগুনের জিভ
বাতাসের ঠোঁটে ভাসে সেই সৎকার
দীর্ঘশ্বাসের ভিড়ে ডুবে থাকা নদী
প্রতিরাতে ধোয় বিষাক্তনীল হাড়

আমিও পেতেছি গোপন শিবির মাঠে
ভল্লের মুখ রাখি চকচকে রাতে
শুভ মুহূর্ত ইশারা করলে,জেনো
ভল্ল ছুটবে অমৃত হত্যাতে

মুছে গিয়ে আরো কাছেই এসেছে দেখি
নীলাক্ষী,তোর কুয়াশায় ঢাকা মুখ
পোড়াতে গিয়েও পোড়াতে পারেনি ওরা
জমিয়ে রেখেছে পাঁজরের সিন্দুক

বসন্তে আজ মরুক রোগা কোপাই
তোকেও আগুন,দগ্ধ করতে চাই... 


1 comments:

Unknown বলেছেন...

ফাটাফাটি লেখা। খুব ভালো লেগেছে।