রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – হুমায়ুন কবীর



কবিকন্ঠ

কোথায় পালাতে বলো?
চারিদিকে মানচিত্রের খোয়াড়
তোমার জঈফ কন্ঠ কাঁপন
পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তোলে
জলতরঙ্গের মতো
ভেসে চলে ইথারে পাথারে বনান্তরে
ওহে কবিয়াল
তোমার কন্ঠের দৈর্ঘ্য প্রস্থ মাপে কোন জন?