রবিবার, ২ মার্চ, ২০১৪

কবিতা – মলয় রায়চৌধুরী



মুমবাঈঈঈ



পারসিদের শকুনহীন লাশঘরের হাওয়ায় উড়ন্ত যবাক্ষারযানে
সবুজ লচ-নেস লচ-নেস লচ-নেস লচ-নেসদের বাসি গন্ধক
জলভাঙনের ঢেউটিনের ওপর দিয়ে ছুটে চলেছে কাঁকড়া-ঝোলা
বিজলিট্রেনের ঝরেপড়া পুং-মাদি ইয়েতিরা ফুটপাতে-ফুটপাতে শুয়ে
খোঁপায় শুকনো রাতের যুঁই-বেলির মোহক গন্ধের ভিড়ে
রাত দুটোতেও পা ফেলবার জায়গা নেই মাংসের মানুষ
নাকি ফুটপাতগুলো মাঝরাতে মাংস দিয়ে গড়ে ওঠে
রাজপথ আলো মেখে উড়িয়ে নিয়ে চলেছে হাজার দুচোখ জ্বেলে
ফ্ল্যাশ নাচ ফেরিমাদক পৌরাণিক সিরিঞ্জের রসে
সুদুঃখের কুশান্তির ডিসকোহুল্লোড়-ফেরা অ্যানাকোন্ডার পাক
লোমের সোয়েটারে মোড়া ম্যামথের দাঁতের তৈরি মিনারে
পাকানো ডায়নোসরদের আকাশমুখো হুংকারে
ছয়লাপ ভিকিরিরা রেলপথের দুধারে ভোর রাত শুরু
জলবোতল রেখে উবু ধৈর্যের রেষারেষি-শেষে
দৌড়োও দৌড়াও দৌড় করাও পাঁজর থেকে রাবণের কনুই
ধাক্কা-শিক্ষিত ঘামের কত দাম কত দাম কত দাম কত দাম
লচ নেসের কত দাম ইয়েতির কত দাম ডলারে না আই এন আরে
লালমরিচ হলদে-মরিচ মেরুন বাঁধাকপি খুকিভুট্টা ব্রোকোলি
দালচিনির চায়ের সঙ্গে অতিকুমারী অলিভ অয়েলে
প্রার্থনায় জবজবে মহানাগরিক উলঙ্গমাধব
বর্ষার ওপচানো নর্দমার বিজয়ে কোমর পর্যন্ত ঘরে ঢোকে সমুদ্র
লকলকিয়ে আকাশের সিমেন্ট ছিঁড়ে ওপরে উঠে যায় বিদ্যুৎ
অনলাইন প্রেমিক বা প্রেমিকা যখন যেদিন যেখানে যতক্ষণ
ভেজা আধভেজা অন্তরবাসহীন নৈঋত ইশারাই যথেষ্ট
আড়াল-ফাড়াল নেই সমুদ্রের অনুবাদ-করা সূর্যাস্তের ভিড়
ব্যবহার করো আর ফেলে দাও ব্যবহার করো আর ফেলে দাও
ব্যবহার করো আর ফেলে দাও ব্যবহার করো ছুঁড়ে ফ্যালো
ডটপেন ডট-পুরুষ ডট-নারী ডট-হিজড়া ডট-দালাল
চিরে ফাল কুহকের ফোঁপরা অভিনবত্বের দ্রুতি এমন যে
হাড়ের টুকরো কুকুরেরা শুধু শুঁকে নেবে কক্ষনো খাবে না
পারসি কবির শবদেহ পড়ে থাকবে শকুনহীন লাশমন্দিরে...