শোক
মধুসূদন রায়
ক্রমশ গভীর হয় রাত
ছলছল চোখে তাকায় রাতজাগা বন্ধু !
জোনাকির মত আলো জ্বলে ওঠে -
আজ জ্যোৎস্না বড় অস্বচ্ছ
শহরের অলিগলি খুঁজে
অবশেষে শোক নেমে আসে
সোহাগ ভরা রাতের গল্প শুনে
চমকে ওঠে- দীর্ঘ আলাপন
শূন্য ঘর এখন - কেউ নেই-
বিশ্বাস
গনগনে আঁচে পুড়ে
আড়মোড়া ভাঙে আমাদের বিশ্বাসে -
ফুসফুসে কিছুটা বায়ু ভরে নিয়ে
শুরু হয় পথ চলা -
দীর্ঘ পথ চলা
পরিচয়হীন মানুষের ভিড়ে
দু'টো কুকুরের চিৎকার -
আমি আর আমরা ভাবছি
দামিনী
ঘুম ভাঙে উঠে বসি বিছানায়
কেউ কী ছিল পাশে -
ব্যথা আর যন্ত্রনায় কেটেছে সারাদিন
যন্ত্রনাকাতর চিন্তা আমার
মৃত্যু ভাবণা কী একটা মিথ - ?
কড়া নাড়া শুনে শুনে
কান খাড়া করি -
বিছানায় - কফিন বন্দী 'দামিনী '
র্নিলিপ্ত
মুখ নিচু করে থাকে মৌটুসী পাখি
চোখ বেয়ে গড়াচ্ছে তখনও,
অনাবৃত ক্ষত থেকে গড়িয়ে পড়ে
একটু একটু করে -
অবশেষে আলো ফুটে ওঠে
মোছে চোখ, মোছে
টুকরো টুকরো ঘাম -
আছো শহর জূড়ে বৃষ্টি
ভিজিয়ে দেয় - মিশে যায় চোখের জল,
মৌটুসী পাখিটা তখনও মুখ নিচু
ভালোবাসা
তারা ফিরে গেছে
ফিরে গেছে নিঃস্তব্ধে, হার মেনে -
হলদে চোখের করুন দৃষ্টি আর
বাসি স্যান্ডউইচের গন্ধে -বেওয়ারিশ জল প্রশ্ন তোলে
টি শার্টের ঘেমো গন্ধ
ক্লান্ত ফাস্টফুডের প্যাকেট
ফ্যাকাসে প্রজাপতির চোখ
আজ ছুটি দিলাম ভালবাসার ইস্তাহার
দাউ
তোমাকে ছুঁতে চাইলে
প্রচণ্ড ভয় পাই -
তোমার চোখে দেখি
জ্বলে ওঠা দাউ
কখনো-বা ঠোঁটের কোণের হাসি
সমুদ্রে উথলে পড়া ঢেউ
মধুসূদন রায়
ক্রমশ গভীর হয় রাত
ছলছল চোখে তাকায় রাতজাগা বন্ধু !
জোনাকির মত আলো জ্বলে ওঠে -
আজ জ্যোৎস্না বড় অস্বচ্ছ
শহরের অলিগলি খুঁজে
অবশেষে শোক নেমে আসে
সোহাগ ভরা রাতের গল্প শুনে
চমকে ওঠে- দীর্ঘ আলাপন
শূন্য ঘর এখন - কেউ নেই-
বিশ্বাস
গনগনে আঁচে পুড়ে
আড়মোড়া ভাঙে আমাদের বিশ্বাসে -
ফুসফুসে কিছুটা বায়ু ভরে নিয়ে
শুরু হয় পথ চলা -
দীর্ঘ পথ চলা
পরিচয়হীন মানুষের ভিড়ে
দু'টো কুকুরের চিৎকার -
আমি আর আমরা ভাবছি
দামিনী
ঘুম ভাঙে উঠে বসি বিছানায়
কেউ কী ছিল পাশে -
ব্যথা আর যন্ত্রনায় কেটেছে সারাদিন
যন্ত্রনাকাতর চিন্তা আমার
মৃত্যু ভাবণা কী একটা মিথ - ?
কড়া নাড়া শুনে শুনে
কান খাড়া করি -
বিছানায় - কফিন বন্দী 'দামিনী '
র্নিলিপ্ত
মুখ নিচু করে থাকে মৌটুসী পাখি
চোখ বেয়ে গড়াচ্ছে তখনও,
অনাবৃত ক্ষত থেকে গড়িয়ে পড়ে
একটু একটু করে -
অবশেষে আলো ফুটে ওঠে
মোছে চোখ, মোছে
টুকরো টুকরো ঘাম -
আছো শহর জূড়ে বৃষ্টি
ভিজিয়ে দেয় - মিশে যায় চোখের জল,
মৌটুসী পাখিটা তখনও মুখ নিচু
ভালোবাসা
তারা ফিরে গেছে
ফিরে গেছে নিঃস্তব্ধে, হার মেনে -
হলদে চোখের করুন দৃষ্টি আর
বাসি স্যান্ডউইচের গন্ধে -বেওয়ারিশ জল প্রশ্ন তোলে
টি শার্টের ঘেমো গন্ধ
ক্লান্ত ফাস্টফুডের প্যাকেট
ফ্যাকাসে প্রজাপতির চোখ
আজ ছুটি দিলাম ভালবাসার ইস্তাহার
দাউ
তোমাকে ছুঁতে চাইলে
প্রচণ্ড ভয় পাই -
তোমার চোখে দেখি
জ্বলে ওঠা দাউ
কখনো-বা ঠোঁটের কোণের হাসি
সমুদ্রে উথলে পড়া ঢেউ
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন