শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - দেবায়ুধ চট্টোপাধ্যায়

ফ্রয়ডিয়ান স্লিপ
দেবায়ুধ চট্টোপাধ্যায়


যৌবন নদীতীরে মৌ-বন গ্রামে
জয়সিয়ান এপিফ্যানি জেগেছিল কামে

পালটে গেল নলচে যাদের পালটে যাবে বোল
প্রথম দিনের পৃথিবীতে সকলে অ্যাস্‌হোল

কেউ বোঝে না কেমন রসে ক্ষণে কি কুক্ষণে
পদাবলী বিভাব ঝরে বৈষ্ণবীদের ভনে

অফুরন্ত জীবন তাঁদের অপরাহ্নে লাল
কীটনাশকের স্পর্শে আসে প্রেমের ক্রান্তিকাল

অবিশ্বাস্য খাদ্য তুমি পেটে ঢুকছো কার
বাংলা বইয়ের গোবরগণেশ রাষ্ট্রীয় গোদার

মাথার মধ্যে বুকের মধ্যে সুখের মধ্যে কাঠি
আমার স্বপ্নে দোষ ছিল না বোঝেনি কন্যাটি

যাবজ্জীবন এ দৈনতায় জীবন আমলাশোল
তোমার পায়ের ফাঁকে আমার গোড়ায় গণ্ডগোল

প্রাভদার পাতায় যেদিন সেন্সরশিপ হয়
ক্ষুধার রাজ্যে রুটিও কি পূর্ণিমা চাঁদ নয় ?