শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - এম আমির হোসেন


শপথ
এম আমির হোসেন

মাছ কিনতে গিয়ে আমি
প্রায়শই নদীটাকে কিনে ফেলি,
ভালোবাসা পাখি হয়ে উড়ে গেলে
ভাল বাসা খুঁজে পাই অশ্বত্থের ছায়ায়
মায়াগুলো হাওয়া ভরা বেলুনের মতো
উড়ে যায় আকাশে
আকাশের চাঁদটা মামুলি আধুলি হয়ে
পড়ে থাকে ওয়ালেটের নিভৃত কোণায়!
কৌলীন্য শিখি নি, তাই ধাতব কোরানি
দিয়ে কুরিয়ে যাই হৃদয়ের নারকেল;
আগামী বারে নাড়ু হয়ে জন্ম নেবো-
এই শপথ!