শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

কবিতা - অনুপ কুমার দত্ত

তুমি প্রতিবাদে বসে থাকো বিষন্ন আলয়ে
অনুপ কুমার দত্ত


তুমি বসেছিলে বিষন্ন আলয়ে
সাথে তোমার রক্তিম রাগ…সময়ের সাথে বনে না বলয়ে ৷
হয়তো একুশ শতকের অবাধ্য এই কুয়াশা ঘেরা রাত
সকাল দিন দুপুর সব মিলিয়ে এক মন্ড বানানো এলোপাথারী দিন…..
একটা মানুষ
একটা স্বপ্ন
একটা কল্পনা
কলমের ডগায় ছেড়ে দেয়া সময়……

কে লিখবেন কবিতা?

তার হৃদয় ভরে ছুঁয়ে আছে
খাদ্যনালী ছেঁড়া ছেঁড়া নিশ্চুপ রক্তাক্ত নিরাভরন ভালোবাসার দামিনী ৷
তাঁর অহংকারে জেগে আছে খন্ড খন্ড অসন্মান ভরা যৌন অঙ্গ
তার প্রতিবাদে গুমড়ে আছে ছিঁড়ে ফেলা.. কেটে ফেলা কুরুচি পুরুষঅঙ্গ ৷ তুমি প্রতিবাদে বসে থাকো
বিষন্ন আলয়ে নামে রাতভাঙা ভীষন ক্রুদ্ধ অন্ধকার ৷
তুমি প্রতিবাদে বসে থাকো
তোমার হৃদয় বলয়ে অন্ধ হয়ে পড়ে থাকে সমস্ত শব্দ তার ৷