শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

যুগ্মকবিতা - কিরীটি ও প্রবীর


সমান
কিরীটি সেনগুপ্ত ও প্রবীর রায়
বাঁচার সূচী তোমার ছোঁয়া মেখেছিল সেই ক্ষণে। নিষেধ পাঁচিল ডিঙিয়ে সুখ ভরেছিল তোর প্রাণে। প্রণয় পাগল জ্বেলেছিল দীপ জীবনধারার টানে। চঞ্চল তুই সেজেছিস নারী লক্ষ জীবের মনে।

পুরুষ-বিলাসী নারী প্রাণ ধায়, রক্তে-রসে প্রেমের জ্বালায়। অস্থির সে তৃপ্তি খোঁজে, চঞ্চলতার আবেগ বুঝে। প্রণয় সূত্রে বাঁধন জুড়ে….সম-মেরুদ্বয় সৃষ্টি-কুঁড়ে।