শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৩

দুটি কবিতা- সমর বন্দ্যোপাধ্যায়

সমর বন্দ্যোপাধ্যায়
সম্পর্কের সহজপাঠ
কোনো কোনো প্রতারণা হজম করাই বিচক্ষণের কাজ,
যেরকম গূঢ় বিপর্যয়ে কি নিষিদ্ধ উৎসবে
অথবা চরম তৃপ্তিতে সাক্ষী না রাখা উচিত
বিবেচনা করে নীরব থাকাই শ্রেয়......এ চতুর পদক্ষেপ
জটিল গার্হস্থ সাজাতে কাজ দেবে ভেবে ভেবে হৃদয়ের ক্ষয়ক্ষতি
তবু স্বীকার করাই ভালো, যতোটা চেনা গেছে ...ভনিতা করো
বুঝতে বাধ্য করো সম্পর্কের সহজপাঠ,
যদিনা এতেও বুঝতে পারে তবে আরো তির্যকে

তুমি কিছু গোপন করেছো তো সে-ও কিছু মিথ্যা বলেছে
একথা উভয়ে উদ্ভাসিত অথচ নির্লজ্জ সে যৌথবঞ্চনা দুজনকে কাছে আনে
যে ঘৃণ্য রফায়---একদিন তা সহ্য করোনি সেই ভালোবাসাবাসি কালে
বলে এ অর্থহীন গৌরবে কি দিন যাবে?

ভাঙো, উপদ্রুত স্মৃতি...অলীক শিকল
যা কল্পনাও করোনি তাই---শুরু হোক ঠান্ডা লড়াই।


বর্ণালি

আলো একি জল ওলো আলো নাকি হাওয়া
ভুলেরই মাশুল তাই ক্ষয়ে ক্ষয়ে যাওয়া
তবু ওকে বোলো তাকে বোলো সবই বুঝি
হয়নি মনের ভেদ ফল্গুতে মন-এরই পূঁজি
অর্থে অনর্থ খুঁজি কই কি আছে কি নেই
জন্মে মরেছি কানা মরে যাই একটু ছুঁতেই
জনম জনম রূপ নেহার তু আছো তু নেই
জানতে বুঝতে বেলা গেলো হারালো যে খেই...