সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - সৈকত ঘোষ



পুনর্জন্ম
সৈকত ঘোষ


ঘুমিয়ে থাকা বসন্ত আসলে
আকাশের নীচে বহুরুপি জানালা
সে জানালার ওপারেতিন টুকরো আকাশ
সকাল বিকেল একনাগারে বৃষ্টি হলে
পাখিরা বাসা পাল্টায়
সেরকম কাঁচের সারশির ওপারে
অনুস্বর বিসর্গ নিয়ে সম্পর্কেরা খেলা করে
রক্তবীজ থেকেজন্ম নেয় ইশ্বর |
প্রতি সন্ধে আমার জ্বর আসে
পোষাকের আড়ালে নিজেকে উন্মুক্ত করে
আবার জন্ম নিতে ইচ্ছে করে
মহাকালের গায়ে ছেড়া ম্যাপের মত
ছরিয়ে ছিটিয়ে আছে আমার
হারিয়ে যাওয়া বায়োডাটা
আবহমান , কার্বন - নাইট্রজেন
ডিফিউসান হতে হতে
বেসিনের ফুটোয় আটকে থাকা বয়সসন্ধি
কখন অজান্তেই
তোমার গর্ভে আবার মানুষ হয়ে জন্মাই |