সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - হাসান মসফিক



অবস্থানের পাড়
হাসান মসফিক


দ্যাখো, তখন তোমার কোন গন্তব্য ছিলনা;

চাঁদটা নদী পার হতে গিয়ে আটকে গিয়েছিল
বারবার পিছলে যাচ্ছিল, কেননা তারও সাঁতার
জানা ছিল না, অথবা জলের সাথে না থাকার মিতালী
তাই বারবার অবস্থান থেকে সরে সরে আসছিল

তোমারও কোথাও যাওয়ার তাড়া ছিলনা;

কেননা কান্নারও একলা স্নানঘর থাকা চাই
অথবা নীরবে এক বিকেল হেঁটে আসার রাস্তা
নিদেনপক্ষে গোপনের ধুলোভরা পথ, শুনশান
নয়তো অবস্থান থেকে সরে সরে আসতে হয়

তোমাদের আসলে কোন অবস্থান না থাকায়
সরে সরে গিয়ে এসব দেখতে পাচ্ছিলে
জানলা পাড়ে থাকা তুমি ও তোমার ছোট আকাশ!