সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - অয়ন দাশগুপ্ত



একমাত্র বর্ষা
অয়ন দাশগুপ্ত


ছদ্ম গাম্ভীর্যের মত প্রতারক খুব শিগগির বয়ে যাবে হাওয়া...
আর ইতিমধ্যে যদি ভেবে থাকো,
এমন গরমে উন্মুক্ত
পোশাক জড়ো করে আগুন জ্বালাবে প্রতি রাতে - তবে,
এখুনি সাবধান হও।
এসমস্ত সময় সাধ্য পরিকল্পনা তুলে রেখে, বরং
বর্ষার কথা ভাবো - বৃষ্টির প্রতিটি ফোঁটায়,
একমাত্র বর্ষাই যে ভালোবেসেছিলো, প্রকাশ্যে
এককালীন শুধু শরীর বিলিয়ে... !

1 comments:

Pritam Bhattacharyya বলেছেন...

কবিকে যত রাগান যায় তত ভালো লেখা বেরায় এই কবির হাত থেকে। কবিকে শুভেচ্ছা।