যাবো
গোলাম মোর্শেদ চন্দন
আমিও যাবো, অথির দিগন্তে মুক্ত ডানায়
আঁচলে ঢেকে মুখ, নিমন্ত্রণ করো । সোনামুখি সুঁই হবো
জ্যোৎস্নার
এ ক্যামন শীত ! শুধুই শীতলতা, ডাকো
সন্ধ্যার আলোআঁধারিতে উষ্ণতা ছড়াবো জোনাকির
ভাঁপাপিঠা হয়ে ছড়াচ্ছি উত্তাপ, ডাকো
কসম সোনাগাছি যাবো না আর, পৌষের দোহাই
আরও একবার ডাকো
পিছনে ফিরতে চাই ব্যাকুলতা নিয়ে
আমরা হেঁটে যাবো পরজীবী হয়ে
ডাকো
ডাকো
ডাকো...
গোলাম মোর্শেদ চন্দন
আমিও যাবো, অথির দিগন্তে মুক্ত ডানায়
আঁচলে ঢেকে মুখ, নিমন্ত্রণ করো । সোনামুখি সুঁই হবো
জ্যোৎস্নার
এ ক্যামন শীত ! শুধুই শীতলতা, ডাকো
সন্ধ্যার আলোআঁধারিতে উষ্ণতা ছড়াবো জোনাকির
ভাঁপাপিঠা হয়ে ছড়াচ্ছি উত্তাপ, ডাকো
কসম সোনাগাছি যাবো না আর, পৌষের দোহাই
আরও একবার ডাকো
পিছনে ফিরতে চাই ব্যাকুলতা নিয়ে
আমরা হেঁটে যাবো পরজীবী হয়ে
ডাকো
ডাকো
ডাকো...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন