সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - নির্মাল্য বন্দ্যোপাধ্যায়



মায়াদাস
নির্মাল্য বন্দ্যোপাধ্যায়


আধোলীন অগ্নিগোলক
মায়াদাস, কাছেই থাকি
বারোমাস এই পেয়েছি
শরীরের দিনখোরাকি
উপবাসে সন্ধ্যেসকাল
যায় যাক, লা পরোয়া
সোনামন, রাতউনুনে
মাড়ভাত অস্তিছোঁয়া
জড়িবুটি আধকপালে
ছত্রাকে শৈবালে ঝড়
জাদুকরী, চাঁদের বুড়ি
মিলেমিশে আত্মসফর
চরকায় নৈশনূপুর
গোলকের দিন বুঝি শেষ
মায়াদাস, মধ্যযামে
এই তোর গৃহপ্রবেশ।

1 comments:

prolay mukherjee বলেছেন...

আহা, কি আর বলি? অসাধারণ এক বৃত্ত