সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৩

কবিতা - মোঃ মনজুর মোরশেদ



ব্যস্ত জীবন
মোঃ মনজুর মোরশেদ

নিস্তার এ পথে আমি হাঁটছি অবিরত
সন্ধ্যা পেরিয়ে নামে তিমির মুহূত্ব,
নেই কোন কলোরব পাখির ধ্বনি
দ্যুলোক প্রান্তে দেখি অভাব চাঁদনী।
নেই আজ তাঁরার মিটিমিটি আলো
শব্দ ভাঁসছে মনে কত এলোমেলো,
লিখছি তবু কথা হৃদয়ের ভাষায়
দেখছি স্বপ্ন কত অদূর আশায়।
অক্ষির কোণে চলছে স্মৃতির তরী
আঁকছি এ প্রাণে সাধের প্রতিমূর্তি,
জীবন যেন এক ব্যস্ত মেলা
শুধু তৃপ্তি-দুঃখ নিয়ে যায় কেটে বেলা।