শনিবার, ১৬ মার্চ, ২০১৩

কবিতা - অয়ন দাশগুপ্ত

নামগোত্রহীন
অয়ন দাশগুপ্ত


একটা সিগারেট ধরাতে শুধু একটিমাত্র ফুলকি
কিম্বা গোটা একটা অগ্ন্যুৎপাত - আমার নিরক্ষর স্বপ্নেরা
আদি-অন্তঃসার মৃত্যু
কিম্বা আগুনেরই মত লজ্জাহীন... বস্তুত আকার ধরে থাকে –

যেমন বদলের সময় জুড়ে
টুকরো টুকরো মাইল-ব্যাপী নিঃস্ব আশ্রয়...
তার আত্মগোপন আতিথ্যে
তবে কি তেমনটাই পড়ে থাকে ভালোবাসা... !

আমি প্রতিটি ডিজেল কণার গন্ধ নিই - যেতে যেতে স্বেদ গন্ধ মুছে ফেলি
সদ্য কাচা লিনেনে সারিবদ্ধ, শয্যার আশ্রয়...

ধুলোর গন্ধে ভাবি, কেই বা এভাবে আজো চিহ্ন থেকে চিহ্নে
এতোটা অচেতন...
নিঃস্ব হতে পারে !

1 comments:

bidisha sarkar বলেছেন...

গভীর বোধ।ভালো লাগলো।