শনিবার, ১৬ মার্চ, ২০১৩

কবিতা - নীলাঞ্জন সাহা

দুটি নিস্পাপ কবিতা
নীলাঞ্জন সাহা


এক ।

নবীনা
কে বলেছে তুমি কবি না ?
কবি কবি কবি
শংখযুগলে বাজে তোমার
আনন্দ ভৈরবী !

দুই ।

ভেতরে গিয়ে কী যে করে তুমিই জানো
আমি শুধু দেখি তোমার মুখ
ফোয়ারার আলোর মতো
কেবলই বদলে বদলে যায় !

3 comments:

sandy guha বলেছেন...

আবার একটি সার্থক সৃষ্টি...

Nilanjan Saha বলেছেন...

dhonyobad sandy da.

Tushar Kanti Ghosh বলেছেন...

Teebro premer tumul bichchhuron.....
Osadharon..... (y)