বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - নীলাদ্রি বাগচী

ব্যবচ্ছেদ ২২শে ফাল্গুন
নীলাদ্রি বাগচী



যেহেতু তোমার নামে অঙ্গশোভা খবর কাগজ
ফুরোলে বারান্দা আর রাত্রি ভর সোফার কোণায়
ডুবেছে নিশ্বাস নিতে পরিমিত সহযোগিতায়
কার্পণ্য বেজেছে আজ ঘুম বোনা কুরুশ কাঁটায়

এসেছিল এইভাবে অন্যভাবে চলে যেতে চায়
পরীক্ষার দিনগুলি গবেষণা ছোট হয়ে আসে
রোদ্দুরে বাজিয়ে দেয় সাবানের এসব মহিমা
নোটবুক খুলে লেখে হাত নেয় ছায়ার তালিম

শিক্ষা অর্থ অন্ধকার নিকোটিনে অভিভূত নখ
সামনে রাখা স্থিরচিত্রে দু এক দফার কালো জল
মোবাইল পাগলামি চলে যাবে শিয়ালদা শাখা
কেননা সমস্ত আছে বাস্তবিকে কোনও কিছু নেই

তিস্তা নদী বয়ে যায় অর্থহীন এভাবে শাসায়
আজীবন এক ভয় সিঁড়ি ভেঙে শব্দ উঠে আসে...