বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - বিদিশা সরকার

বন্ধ দরজাটা
বিদিশা সরকার



একটা দরজাও খুলতে পারছিনা

পায়রা ঘরের দরজা
দালানের
সদরেরও
মানুষটা প্রবেশ করবে কিভাবে
মানুষটা প্রবেশ করতে চায়

কোকিল বারণ শোনেনি
যজ্ঞ ডুমুরের গাছে একটানা ---

বারণ শুনতে শুনতে কখন যে
বন্ধ হয়ে গেছে

তেল ঢালছি , ভেসলিন
আলগা হচ্ছে ছিটকিনি
এবার টানেল

মানুষটা টানেলের ভিতর দিয়ে
সহজেই ঢুকে পড়ল
কিছুক্ষন থাক ।