বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

গুচ্ছ কবিতা - সুপ্রিয় মিত্র

কিছু কথা এখনই শুনে যাও
সুপ্রিয় মিত্র



১.
শুনশান - একা হয়ে থাকা... অন্ধকার...আর ভিড় হয়ে মিশে যাওয়ায় তফাৎ কিছু নেই...
বিজ্ঞানের ভাষায়,
উচ্চগ্রামের কোলাহল নিঃশব্দের সমার্থক মাত্র।

২.
চোখ বুজলে, এখনও হৃদস্পন্দন হয়

চোখ বুজলেও, পৃথিবীটা থেমে যায় না
সূর্যের আলো একটুও হয়না ক্ষীণ ...

একভাবে দুই বিশ্বের সমান্তরাল সরণ

প্রথমটা আমার আক্ষেপ ...
পরেরটা সৌভাগ্য....

৩.
কিছু ময়লা জন্ম থেকে রয়ে গেছে ;
আমার মা, ঘষে ধুলেও উঠবে না

বয়সের আড়ালে সে এক বহুরূপী!

৪.
ভালবাসার চারটি দিন পেরোনোর পর,
মুখ দেখতে আর আয়না লাগলো না...
তাকানোর পর মুখ ফিরিয়ে সে বললো
- ' ছিঃ '!
একগাল হাসি বাতাসে ভেসে এসে
আকাশে মিশে গেল...

প্রতিবেশীর সে দৃশ্য চোখে এড়ায়নি
ট্যাঁরা চোখে তাকিয়ে বলেছিল -
" অমন ভালো মেয়ের, এই ছিল রুচি! "

৫.
কিছু কথা এখনও বাকি আছে,
কিছু কথা এখনই শুনে যাও...
স্মৃতির আলো... দোষ আমারই ...
তবু, তুমিই বলো
ভুলে যাওয়া তো, ভুল বলার থেকে ভালো।

৬.
ভালো ধূপের গন্ধ যেমন ঘরময় ছড়িয়ে যায়, আনাচে - কানাচে... তেমনই, আমার বান্ধবীর স্মৃতি, তার উজ্জ্বল উপস্থিতি হৃদয় জুড়ে আনন্দময়... তাও,যেমন মনে হয়, ঠিক এমনটা উপস্থিতি যাকে ধূপ দেখাচ্ছি রাত্রি - দিন, তাকে পাওয়া যেত...
হাঃ...!!
বান্ধবীটা যদি আমার মায়ের মতো হতো।

5 comments:

Unknown বলেছেন...

এই মালটা কে জানিনা কিন্তু লেখাগুলো সুপার্ব। পুরো ঝাঁকটাই দারুণ কিন্তু কোনকোন জায়গায় যেন ইউনিভার্শাল হয়ে উঠেছে ব্যক্তিগত দু:খকষ্টগুলো।

Unknown বলেছেন...

অসাধারণ ভাই.. We are proud of u

supriyo বলেছেন...

Osonkhyo dhonyobad , Dada.. Kono maal faal noy , nitanto ek mitra ba mitrakolpo , - supriyo mitra.. :)

supriyo বলেছেন...

Osonkhyo dhonyobad , kaushik.. Ami oti sadharon... :) bhalobasa nis..

supriyo বলেছেন...

Bhalobasa neben... :)