বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

কবিতা - সুবীর সরকার

সার্কাস
সুবীর সরকার



ক।

যদিও জীবনমরণ,অন্ধ হতে থাকা
গানকে প্রবাদ ভাবলে সহনীয় রোদ
দশ হাত দূরে দড়ির
                        মই
পোশাক পালটে আসে জোকার

খ।

হাসিটুকু ফিরিয়ে দিয়ে শস্যখামারে
                                        যাবো
হুল্লোড়ের পর পাখিরা ডেকে উঠলে
শ্যাওলার মধ্যে আঙুল ডুবিয়ে
                                        দেওয়া